মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া উপজেলা।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফভাটায় হযরত আবু বক্কর সিদ্দিক (রাঃ) জামে মসজিদের উদ্যোগে মসজিদ ও সম্মেলন পরিচালনা কমিটি, এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (২২ অক্টোবর) বিকালে মধ্যেম সরফভাটা হাসপাতাল মাঠ প্রাঙ্গণে ১ম ও ২য় অধিবেশনে সভাপতিত্বে করেন সরফভাটা মুয়াবিনুল ইসলাম মাদরাসার পরিচালক মাওলানা আবুল বয়ান ও জামিয়া ইসলামিয়া মেহেরীয়া মঈনুল ইসলাম মাদরাসার পরিচালক মাওলানা আনাস মাদানী সাহেব।
মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাস্টার আকতার হোসেন ও সাবেক ইউপি সদস্য ইসমাইল মেম্বার যৌথ সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন, ঢাকা প্রাইম গ্রুপ জামে মসজিদের খতিব মাওলানা মীর্জা ইয়াসিন আরাফাত, মাওলানা আরিফ বিল্লাহ আল হুমাইদী, মাওলানা সানা উল্লাহ নুরী মাহামুদী, মাওলানা নেছার আহমদ, মাওলানা দিলদার বিন কাশেম, মাওলানা আবুল হাসেম, মাওলানা ইসমাইল প্রমুখ।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সম্মেলন কমিটির সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান,হাজী কালু মিয়া, ক্ষেত্রবাজার বাজার কমিটির সভাপতি শহিদুল ইসলাম,মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবদুর রহমান,সহ সভাপতি মুহাম্মদ শফি,অর্থ সম্পাদক মুহাম্মদ সেলিম প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ ছমির উদ্দীন,হাজী খোরশেদ আলম,মাওলানা ফয়েজ উল্লাহ, ফযেজুর ইসলাম সওদাগর, ইসমাইল বোদ্ধ, মসজিদ পরিচালনা কমিটির প্রচার সম্পাদক বি.এস.করিমসহ এলাকার মান্যগন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।