মুহাম্মদ দেলোয়ার হোসাইন,প্রকাশনা সম্পাদক,আলোকিত রাঙ্গুনিয়া।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফভাটার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন তারুণ্যের পরিবারের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক, কম্বল, ডেউটিন ও সেলাই মেশিন বিতরণসহ নগদ অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ ফ্রেরুয়ারী)বিকালে সরফভাটা ইত্যাদি চত্বরস্থ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি উপজেলা যুবলীগের সভাপতি যুবলীগ নেতা মো. ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এস.এম রাশেদুল আলম,প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি এস.এম আল মামুন,প্রধান আলোচক ছিলেন সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ছোট ভাই চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সহ সভাপতি আলহাজ্ব খালেদ মাহমুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরফভাটা ইউনিয়ন আ'লীগের সভাপতি মাস্টার আবদুর রউফ,সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দীন চৌধুরী,উপজেলা যুবলীগের সভাপতি আরজু সিকদার, ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব, সংবর্ধীয় অতিথি ছিলেন,উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি রাসেল রাসু,সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী শাহ প্রমুখ।
উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক হাসান মুরাদ ও ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি আরফাতুল ইসলাম এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ও বক্তব্য রাখেন উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম,
সরফভাটা ইউনিয়ন আ'লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম, পৌরসভার সাবেক কাউন্সিল লোকমানুল হক তালুকদার পোমরা ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক মাস্টার মুসলেহ উদ্দীন, সরফভাটা ইউনিয়ন যুবলীগের সভাপতি মহিউদ্দিন মহির, সাধারণ সম্পাদক জামাল উদ্দীন,যুগ্ম সাধারণ সম্পাদক শাহা আলম, তারুণ্যের পরিবারের সদস্য আতিফ আসলাম আরকান,তারেক হোসেন , সিরাজুল ইসলাম পিয়ারুসহ চট্টগ্রাম উত্তর জেলা, উপজেলা ও ইউনিয়ন আ'লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষে কেক কেটে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন অতিথিসহ সংগঠনের নেতৃবৃন্দরা এবং পরে অসহায় ও দুস্থ পরিবারে কম্বল,সেলাই মেশিন, টিউটিনসহ নগদ অর্থ বিতরণ করা হয়েছে।