মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মীরেরখীল হযরত মাওলা আলী (রা.) পাঠাগারে আয়োজনে ইমামে আ'লা হযরত (রহ.) বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে দক্ষিণ মীরেরখীল গোলাম বতুন জামে মসজিদ প্রাঙ্গণে রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদরাসার মুহাদ্দিস আ.ন. ম নাজমুল হোসাইন নঈমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মাওলানা ফকির মাহমুদ আত্তারীর সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন ছিপাতলী কামিল মাদরাসার মুফাচ্ছির প্রবীণ আলেমেদ্বীন মাওলানা শফিউল আলম নেজামী, প্রধান বক্তা ছিলেন হযরত হাঁছি ফকির (রহ.) আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম কাদেরী।
এসময় বক্তারা আলা হযরত (রহ.) বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন, সুন্নীয়তের জন্য আ'লা হযরতের অবদান অনস্বীকার্য এবং তার অবদান অনস্বীকার্য।
মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রাক্তন ওয়ারেন্ট অফিসার আলহাজ্ব মুহাম্মদ আবুল হাশেম,অত্র মসজিদের খতিব মাওলানা জাহাঙ্গীর আলম,মাওলানা লিয়াকত আলী কাদেরী প্রমুখ।
এ সময় কর্মকর্তা ও সদস্যরা জানান, মাওলা আলী (রা.) পাঠাগার ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারের পক্ষ থেকে ধর্মীয় ও আত্মা সামাজিক উন্নয়ন মূলক বিভিন্ন কর্মসূচী করেন বিশেষ করে প্রতিদিন পাঠাগারে বসে স্কুলের শিক্ষার্থী, যুবক ও বৃদ্ধরা পত্রিকা পড়া ও ধর্মীয় পুস্তকাদি পড়ার সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছ এবং ভবিষ্যতে সংগঠনকে বিভিন্ন সামাজিক কর্মকান্ড সম্পৃক্ত করে বিভিন্ন কর্মসূচীর উদ্যোগ নেয়া হয়েছে।