মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া উপজেলা।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশন ও হাজারীখীল এলাকার বাসীর যৌথ উদ্যোগে পবিত্র রবিউল আউয়াল মাসকে স্বাগতম জানিয়ে জশনে জুলুসের স্বাগত র্যালী অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার(৮ অক্টোবর) সকালে স্বাগত র্যালী সরফভাটা মীরেরখীল বাজার হতে শুরু হয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভালুকিয়া তৈয়বীয়া সুন্নীয়া মাদরাসার মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
সরফভাটা মীরেরখীল আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশনের সভাপতি নাছির উদ্দীন সিকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চরণদ্বীপ দরবার শরীফের শাহাজাদা আল্লামা আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী, প্রধান আলোচক ছিলেন শানে গাউসুল আজম মাইজভান্ডারি ওলামা পরিষদের মহাসচিব মাওলানা শায়েস্তা খাঁন আল আজাহারী মাইজভান্ডারি,বিশেষ অতিথি ছিলেন, আশেকানে মাইজভান্ডারি এসোসিয়েশন, হামজারবাগ শাখার সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আবুল উল্লাহ মাইজভান্ডারি।
সাধারণ সম্পাদক আব্দুল হালেক এর সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, ১ নং ওয়াডের ইউপি সদস্য মোহাম্মদ আলী সওদাগর,ওয়ার্ড আ’লীগের সভাপতি নুরুল ইসলাম তালুকদার, জুলুস পরিচালনা কমিটির উপদেষ্টা ছালেহ আহমদ, আবদুল রাজ্জাক তালুকদার, খোরশেদ আলম,কদর মাইজভান্ডারী, মাওলানা নঈমুল হক সরমদ, ডাক্তার মেসবাহ উদ্দীন শওকত,
আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশন কমিটি সদস্য মুহাম্মদ হোসেন,মুহাম্মদ আলী,মুহাম্মদ কামাল হোসেন,জুবাইর, জবরুতুল্লাহ, পারভেজ, ইদ্রিস মাইজভান্ডারী প্রমুখ।
এদিকে জুলুস শুরু হওয়ার আগ মুহুর্তে এলাকার সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসলমানেরা মিছিল সহকারে মীরেরখীল বাজারস্থ জড়ো হতে থাকে।