মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া উপজেলা।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফভাটায় সরফভাটা জশনে জুলুছ উদযাপন কমিটির উদ্যোগে গাড়ী যুগে সর্ববৃহৎ জশনে জুলুছের র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৫ অক্টোবর) সকালে জশনে জুলুসের র্যালী নেছারিয়া তৈয়্যবিয়া সুন্নীয়া অনার্স মাদরাসা হতে শুরু হয়ে মীরেরখীল অভিমুখী হয়ে সরফভাটার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নেছারিয়া তৈয়্যবিয়া সুন্নীয়া অনার্স মাদরাসার মাঠ প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
জুলুস ও আলোচনা সভায় সভাপতিত্বে করেন হযরত নেছার উল্লাহ শাহ (রহ.)এর দৌহিত্র ও সরফভাটা নেছারিয়া তৈয়্যবিয়া সুন্নীয়া অনার্স মাদরাসার প্রতিষ্ঠা ও অধ্যক্ষ মাওলানা নাছির উদ্দীন আলকাদেরী।
মাওলানা নাজের উদ্দীন নেছারীর সঞ্চালনায় জুলুস ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মারফতুন নুর, উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি আলহাজ্ব মাওলানা আলী শাহ নেছারী, অনার্স মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শওকত হোসাইন রেজভী,জুলুস প্রতিষ্ঠাকালীন সদস্য ইব্রাহিম সওদাগর, ফারুক সওদাগর, অধ্যাপক আলমগীর, সাগের মেম্বার, নাজমুল আনোয়ার, ইউপি সদস্য মুহাম্মদ আলী প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন,মাস্টার নজরুল ইসলাম,নুরুল আবছার মাস্টার, মাস্টার রফিকুল ইসলাম, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা নাজিম রেজা,সাঈদুল রহমান তালুকদার, নুরুল ইসলাম তালুকদার, নাজিম, ইন্জিনিয়ার তসলিম প্রমুখ।
এদিকে জুলুস শুরু হওয়ার আগ মুহুর্তে এলাকার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসলমানেরা মিছিল সহকারে মাদরাসার ময়দানে এসে জড়ো হতে থাকে।