গত শনিবার চট্টগ্রাম এর রাঙ্গুনিয়া উপজেলাধীন পোমরা ইউনিয়নের বুলবুলি পাড়া গ্রামে দুর্বৃত্তরা দ্বারা লাগানো অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতঘর পুড়ে চাই হয়ে যাওয়া পরিবার এর মাঝে আর্থিক নগদ অর্থের সহযোগিতা প্রদান করেন প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ।
শুক্রবার(১৩মে)বিকালে প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ ও কর্ণফুলী ক্রীড়া পরিষদ এর নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবার মাঝে এ নগদ আর্থিক সহযোগিতা ক্ষতিগ্রস্ত পরিবারের তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী ক্রীড়া পরিষদের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক আলহাজ্ব আবদুল করিম চৌধুরী,আহবায়ক আহমদ আলী নঈমী, উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম চৌধুরী আইয়ুব,পোমরা ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক মাস্টার মোসলেম উদ্দিন,২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু জাফর তালুকদার, সাবেক ফুটবলার আবদুল মান্নান,প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উপদেষ্টা ফরিদ আহমদ,সহ দপ্তর সম্পাদক সোহেল রানা শামিম,সহ ক্রীড়া সম্পাদক ইকবাল হোসেন,অর্থ সম্পাদক নুরুল ইসলাম, রাঙ্গুনিয়া খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি মানিক কান্তি দাশ,অর্থ সম্পাদক সৈয়দ মুহাম্মদ ফিরোজ উদ্দীন প্রমুখ।
এ সময় বক্তারা প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের সভাপতি সৈয়দ মুহাম্মদ আজিম উদ্দিন, সাধারণ সম্পাদক সুমন ও সাংগঠনিক সম্পাদক তারেক এর সার্বিক সহযোগিতায় এলাকার অসহায়, দুস্থ ও ক্ষতিগ্রস্ত পরিবারে মাঝে যে আর্থিক সহযোগিতা প্রদান করছেন এ জন্য প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ এর কর্মকর্তা ও সদস্যদের ধন্যবাদ ও মোবারকবাদ জানান।