

চট্টগ্রামের রাঙ্গুনিয়া সরফভাটা ইউনিয়ন আ’লীগের নেতা ও সাবেক ইউপি সদস্য আবুল কাশেম এর কবরে শ্রদ্ধা নিবেদন করেন সরফভাটা ইউনিয়নের সর্বস্থরের জনগণ।

মঙ্গলবার (২৭ জুলাই) সন্ধায় মরহুম আবুল কাশেমের করবে সরফভাটা ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আ’লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্থরের জনগণ শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ছোট ভাই পরিবর্তন নায়ক আলহাজ্ব এরশাদ মাহমুদ, সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দীন চৌধুরী,সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান সরফী, উপজেলা আ’লীগের জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন বাদশা,সরফভাটা ইউনিয়ন আ’লীগের সভাপতি আরদুর রউফ মাস্টার, সাধারণ সম্পাদক আহাসান হাবিব,যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের,খাগড়াছড়ি আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শওকতুল ইসলাম, তরুণ আ’লীগের নেতা জমির হোসেন,উপজেলা যুবলীগের সহ সভাপতি দেলোয়ার হোসাইন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মঈন উদ্দীন মহির, সাধারণ সম্পাদক জামাল উদ্দীন,ছাত্রলীগের নেতা রহমতসহ স্থানীয় মান্যগন্য ব্যক্তিবর্গ।

মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া উপজেলা।
প্রচার ও প্রকাশনা সম্পাদক- আলোকিত রাঙ্গুনিয়া।