রাঙ্গুনিয়ায় আল্লামা সৈয়দ মছিহুদ্দৌল (ম.জি. আ) সদারতে গাউছিয়া সমিতি ও গাউছিয়া যুব সমিতি, রাঙ্গুনিয়া ও পোমরা শাখার যৌথ আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নভী (দ.) উপলক্ষে বর্ণাট্য জশনে জুলুসে শুভ যাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯সেপ্টেম্বর) সকালে পোমরা বুড়ির দোকান প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কাপ্তাইয়ের গুরুত্বপূর্ণ সড়ক পোমরা খাঁ মসজিদ,শান্তির হাট বাজার,গোচরা চৌমুহনী,কর্ণফুলী জুট মিলস প্রদক্ষিণ শেষে পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গনে সংক্ষিপ্ত আলোচনা,মিলাদ মাহফিল ও দেশ ও জাতির কল্যাণ কামনা করে আখেরী মোনাজাতে মাধ্যমে শেষ হয়।
জশনে জুলুসে নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় আহলে সুন্নাত ওয়াল জমা‘আত বাংলাদেশের মহাসচিব ও সৈয়দ বাড়ি দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত আওলাদে রাসুল (দ:) আল্লামা শাহ্ ছুফি সৈয়দ মছিহুদ্দৌলা (মা:জি:আ:)।
বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্টাতা পোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবীদ আলহাজ্ব জহির আহমদ চৌধুরী সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় গাউছিয়া যুব সমিতির চেয়াম্যান আওলাদে রাসুল (দ:) আল্লামা সৈয়দ তাওছিফুল হুদা (মা:জি:আ:),পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জরিপ আলী আরমানি,উপাধ্যক্ষ মাওলানা মুজিবুল হক কুতুবী,জুলুছ উদযাপন পরিষদের আহবায়ক রাঙ্গুনিয়া গাউছিয়া সমিতির সভাপতি জাহেদুল আলম চৌধুরী আইয়ুব,উপজেলা গাউছিয়া কমিটির সভাপতি মাস্টার জমির হোসেন, রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান প্রমুখ।
অধ্যাপক সাইফুল আলম মাসুদ ও দিদারুল আলম এর যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন জুলুছ উদযাপন পরিষদের সদস্য সচিব ছাবের আহমদ,মাওলানা আবদুল মান্নান হারুনী, এস.এম আবদুল কাদের,মাওলানা হাবিবুর রহমান,মাওলানা ফজলুল করিম নঈমী, মাওলানা আবদুর রহিম,মাওলানা আবু মুছা আশয়ারী,মাওলানা মুহাম্মদ এয়াকুব, মাওলানা আবু জাফর,মাষ্টার মুহাম্মদ ইসমাইল, এম এ খালেক শাবু, আবু তাহের মেম্বার, শফিউল আলম, শাখাওয়াত হোসাইন, আশরাফুল হক হারুন,আলমগীর তালুকদার রণি,মনিরুল ইসলাম,মুহাম্মদ একরামুল্লাহ রিপন, হামিদ শরীফ, নুরুল আমিন কেরানী, মুহাম্মদ সানাউল্লাহ,ছাবের আহমদ সওদাগর, মাওলানা শওকত আলী, মীর আহমদ সওদাগর,আবু আহমদ সওদাগর, জাহাঙ্গীর আলম,দিদারুল আলম সওদাগর, ফারুক শাহ, মাওলানা আবদুল গফুর, মুহাম্মদ সাইফুল ইসলাম, আবুল ফয়েজ মেম্বার, মুহাম্মদ মুছা ও মুহাম্মদ রাশেদ প্রমুখ।