মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া উপজেলা।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা ও পৌরসভার আ'লীগের সাবেক সভাপতি প্রয়াত আলহাজ্ব খলিলুর রহমান চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ইছাখালী ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন শিলক ফুটবল একাদশ।
বুধবার(১৬ মার্চ)বিকেলে ইছাখালী গর্ভনর জাকির হোসেন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ইছাখালী ফুটবল একাদশকে নির্ধারিত সময়ের মধ্যে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হন শিলক ফুটবল একাদশ।
খেলার শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও কেন্দ্রীয় আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড.মুহাম্মদ হাছান মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সহ সভাপতি ইডেন ইংলিশ স্কুলে প্রতিষ্ঠাতা আলহাজ্ব খালেদ মাহমুদ।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান পৃষ্ঠপোষক ও উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আ'লীগের সদস্য ও প্রবাসী বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল।
ফুটবলার মানিক কান্তি দাসের সঞ্চালনায় খেলায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন পৌরসভার মেয়র আলহাজ্ব শাহাজান সিকদার,চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য কামরুল ইসলাম চৌধুরী, সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দীন চৌধুরী,উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি বি.কে লিটন চৌধুরী,উপজেলা তাঁতীলীগের আহবায়ক মোর্শেদ তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল রাসু প্রমুখ।
খেলার আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরফভাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুল রহমান সরফী, সাবেক, পৌরসভার সাবেক কাউন্সিল লোকমান হোসেন তালুকদার, সাংবাদিক মাসুদ নাছির,সাংবাদিক আব্বাস হোসেন আফতাব, পোমরা ইউনিয়ন আ'লীগের সভাপতি ছৈয়দুল আলম তালুকদার, সহ সভাপতি আহমদ আলী নঈমী, রাঙ্গুনিয়া ক্রীড়া সংস্থার অতিরিক্ত মহাসচিব এনামুল হক, পোমরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মহিন উদ্দীন,টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি দাউদ ইসহাক,সদস্য মুক্তিযোদ্ধা আবদুল মালেক, বিষু বড়ুয়া,ক্রীড়াবিদ খায়রুল ইসলাম পিপলু বড়ুয়া, বদিউর আলম প্রমুখ।