মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া উপজেলা।
আগামী ৯ অক্টোবর,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা, রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত জশনে জুলুস সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) সন্ধায় উপজেলা দলীয় কায্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন জুলুস প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক সাবেক ভাইস চেয়ারম্যান আকতার হোসেন।
জুলুস প্রস্তুতি কমিটির সদস্য সচিব মাহামুদুর রশিদ মাসুদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ইসলামী ফ্রন্টের সাবেক সভাপতি অধ্যক্ষ আজিজুল হক,বর্তমান সভাপতি আলহাজ্ব মাওলানা আলী শাহ নেছারী, পৌরসভার সভাপতি মাওলানা আবদুল রহমান জামি, উপজেলা ইসলামী ফ্রন্টের সহ সভাপতি করিম উদ্দীন হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার শাহ শাওন, সাংগঠনিক সম্পাদক আবদুল কাদের,অর্থ সচিব মাওলানা সালাহ উদ্দীন নেজামী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জামাল উদ্দীন,উপজেলা যুবসেনার সভাপতি মোজাহেদুর ইসলাম,সহ সভাপতি আলতাফ হোসাইন, প্রবাসী হাসান মুনছুর,উপজেলা উত্তর,দক্ষিণ ও পৌরসভার ছাত্রসেনার সভাপতি এইচ.এম ফরিদ,এ.কে.মামুন, আবদুল খালেক, আবদুল্লাহ আল নোমান প্রমুখ।