চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা, রাঙ্গুনিয়া উপজেলা শাখার অসহায় ও দুস্থদের সেবা করার প্রত্যায়ে মানবিক তহবিলে প্রবাসী কল্যাণ পরিষদ,ওমান ও সংযুক্ত আরব আমিরাত (ইউ.এ.ই) এর নগদ ১লক্ষ ৬ হাজার ৫ শত টাকা হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮এপ্রিল) বিকালে উপজেলা ইসলামী ফ্রন্টের অস্থায়ী দলীয় কায্যালয়ে হস্তান্তর করেন প্রবাসী কল্যাণ পরিষদ ওমান ও ইউ.এ.ই শাখার নেতৃবৃন্দ।
উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি আলহাজ্ব মাওলানা আলী শাহ নেছারীর সভাপতিত্বে অর্থ হস্তান্তর অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্টের সাবেক সভাপতি অধ্যক্ষ মাওলানা আজিজুল হক,প্রবাসী কল্যাণ পরিষদ ওমান এর সিনিয়র উপদেষ্টা আলহাজ্ব আবদুল আল হাদী।
উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক আকতার হোসেন এর উপস্থাপনায় অর্থ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক কাজী আইয়ুব, সহ-অর্থ সম্পাদক মো.ছানাউল্লাহ,সমাজ কল্যাণ সম্পাদক জামাল উদ্দীন, সাংগঠনিক সচিব শাহাব উদ্দীন,আন্তর্জাতিক বিষয়ক সচিব হায়দার আলী,পরিকল্পনা সচিব বেলাল উদ্দীন,নির্বাহী সদস্য ফজলুল করিম ফয়সাল, যুবসেনা পোমরা শাখার সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইন,বেতাগী ছাত্রসেনার সাবেক সভাপতি কাজী জাহেদ মুন্না প্রমুখ।
এ সময় রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমান ও সংযুক্ত আরব আমিরাত শাখার সকল কর্মকর্তা ও সদস্যদের সুস্থতা ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন মাওলানা আজিজুল হক আল কাদেরী।