মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পোমরা তিতাগাজী পাড়া সমাজ গাউছিয়া কমিটির উদ্যোগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে এলাকার অসহায় মানুষ, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সমাজ গাউছিয়া কমিটির এর সভাপতি সোহেল আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিতাগাজী সমাজ, মসজিদ ও মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি চট্টগ্রাম এভারকেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার আলহাজ্ব রেজাউল করিম, উদ্বোধক ছিলেন পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার আরবি মুদাররিস মাওলানা হাবিবুর রহমান।
সংগঠন এর সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজ, মসজিদ ও মাদরাসার সাবেক সভাপতি ওয়াকিল আহমদ তৌসিফী, সাধারণ সম্পাদক শফিকুল আলম, সমাজসেবক নুরুল ইসলাম, হারুন খান, মাওলানা সানাউল্লাহ, সিনিয়র সহ সভাপতি ইসমাইল, হাজী নুর মুহাম্মদ, রাজা মিয়া, ছলোমান ভান্ডারী, প্রবাসী ফরিদুল আলম তালুকদার, প্রবাসী ওসমান, খোরশেদ আলম, মুহাম্মদ ইব্রাহিম হোসাইন, মাওলানা লোকমান হোসেন প্রমুখ।