

মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি ।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপজেলা আ’লীগের সদস্য ও পোমরা ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ওসমান গণি চৌধুরী ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতালে অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন থাকায় তার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ ফ্রেরুয়ারী)বিকালে পোমরা বাঁচা শাহ নগরস্থ বাঁচা বাবা মাজার প্রাঙ্গণে পোমরা ইউনিয়ন যুবলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আসিফুল করিম সাব্বুর নেতৃত্বে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন পোমরা ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক আহমদুল হক সওদাগর, সদস্য ছাবের,উপজেলা যুবলীগের নেতা জামাল উদ্দীন,নয়নসহ ইউনিয়ন আ’লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
