

মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পবিত্র শোহাদায়ে কারবালার শীর্ষক আলোচনা সভা ও বাংলাদেশ ইসলামী যুবসেনা, মরিয়ম নগর ইউনিয়ন শাখার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ আগস্ট) রাতে মরিয়ম নগর মাইজ পাড়া ফোরকানিয়া মাদরাসার হল রুমে মরিয়ম নগর ইউনিয়ন যুবসেনার ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
যুবনেতা জামাল উদ্দীন ও তারেকুল ইসলাম এর যৌথ সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট , মরিয়ম নগর ইউনিয়ন শাখার সভাপতি মাস্টার শাহ শাওন, প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবসেনার সাধারণ সম্পাদক মুফতি মাওলানা সাইফুল ইসলাম কাদেরী,সংবর্ধেয় অতিথি ছিলেন সংগঠক আলহাজ্ব ইউসুফ আলী আরজু, মুহাম্মদ শওকত হোসাইন , মুহাম্মদ আবু বক্কর ও মুহাম্মদ মিজানুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ , মরিয়ম নগর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ ইলিয়াস হোসেন আলকাদেরী , ছাত্রসেনা রাঙ্গুনিয়া মধ্যম-দক্ষিণেন সাধারণ সম্পাদক রবিউল মোস্তফা রাফি, মরিয়ম নগর ইউনিয়ন ছাত্রসেনা সভাপতি জোবায়েত হোসেন ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রিয়াজুল ইসলাম রাকিব।
পরে কাউন্সিল অধিবেশন সর্বসম্মতিক্রমে হাফেজ মুহাম্মদ জামালকে সভাপতি, মুহাম্মদ তারেকুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মুহাম্মদ এমরান হোসেন মানিককে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট ২০২২-২০২৪ পরিষদ ঘোষণা করেন উপজেলা যুবসেনার সাংগঠনিক সম্পাদক নির্বাচন কমিশনার হাফেজ মুহাম্মদ তারেক হোসাইন।
পরিশেষে মিলাদ ও দেশবাসীর মঙ্গল কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।