মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া উপজেলা।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পোমরা শান্তিরহাট বাজারস্থ উত্তর গলিতে বাজারের শেষ মাথা বার আউলিয়া সড়কস্থ খাজা গরীবে নেওয়াজ এন্টারপ্রাইজ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (৬ অক্টোবর)সন্ধ্যায় খাজা গরীবে নেওয়াজ এন্টারপ্রাইজের শুভ উদ্বোধন করেন পোমরা ইউনিয়ন আ’লীগের সভাপতি ও কাঠ ব্যবসায়ী সমিতির উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ ছৈয়দুল আলম তালুকদার।
পোমরা শান্তিরহাট কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল রহমান সও. এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন,খাজা গরীবের নেওয়াজ এন্টারপ্রাইজের মালিক বিশিষ্ট ব্যবসায়ী শাহা আলম সওদাগর।
এ সময় উপস্থিত ছিলেন,পোমরা ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী আলহাজ্ব আবদুল মোতালেব বাবুল,বিশিষ্ট ব্যবসাযী শাখাওয়াত হোসেন,সমাজসেবক শফিউল আলম শফি,বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর সিরাজী,আশরাফুল হক হারুন,সৌদি আরব প্রবাসী জামাল হোসাইন,সিরাজুল ইসলাম,ডাক্তার শামসুল আলম, ব্যবসায়ী গিয়াস,শামসুল আলম,নুরুল আবছার, আজগর আলী, মঈন উদ্দীন,ইমরান হোসাইন নয়ন,জয়রাজ, আবুল কাশেম, আতিক হাসান রিমন প্রমুখ।
এ সময় প্রতিষ্ঠানের মালিক শাহা আলম জানান, খাজা গরীবে নেওয়াজ এটি একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান, এ প্রতিষ্ঠানে সবধরনের কাঠ ক্রয় ও বিক্রয়সহ তৈরি করা ফার্নিসার বিক্রয় করা ও অর্ডার নেওয়া হবে, যোগাযোগ নম্বর- 01817264430, 01881754788