মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া উপজেলা।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গাউছিয়া কমিটি বাংলাদেশ,পোমরা হাজীপাড়া ওয়ার্ড শাখার উদ্যোগে চক্ষু ও ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
সোমবার (২২ নভেম্বর)সকালে পোমরা হাজী পাড়ায় হযরত হাজী নুর মোহাম্মদ (রহ.) শাহ মাজার মাঠ প্রাঙ্গণে ওয়ার্ড শাখার সভাপতি সিরাজুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এখানে চক্ষু ও চিকিৎসা সেবা প্রদান করেন,চট্টগ্রাম ন্যাশনাল চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক এম কে মাহমুদ,উম্মুল খায়ের ফ্যান্সি,ঢাকা মেডিসিন সার্জারি ও বাত ব্যাথা চিকিৎসক হাফিজুল ইসলাম, ঢাকা মেডিসিন, মা ও শিশু চিকিৎসক যুথি খাতুন দ্বারা ২৫০ জন রোগীকে এই চিকিৎসা ও চক্ষু সেবা প্রদান করা হয়।
এছাড়াও গাউছিয়া কমিটি বাংলাদেশ, পোমরা ইউনিয়নকে করোনাকালীন লাশ দাফন-কাফন ও সৎকারসহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় হাজীপাড়া ওয়ার্ড শাখার পক্ষে থেকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পোমরা ইউনিয়ন গাউছিয়া কমিটির সাবেক সভাপতি বদিউল আলম, উপদেষ্টা নুরুল আলম, সহ সভাপতি মমতাজুল হক,পোমরা ইউনিয়ন গাউছিয়া কমিটর সাধারণ সম্পাদক ডাক্তার জসিম উদ্দিন, হাফেজ নুরুচ্ছাফা নঈমী, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেলোয়ার হোসাইন,পোমরা শাখার অর্থ সম্পাদক মোজাম্মেল হক রাজু, আবদুল্লাহ, মঈন, মুহসেন, কাশেমসহ এলাকার নেতৃবৃন্দ।