

মুহাম্মদ দেলোয়ার হোসাইন, আলোকিত রাঙ্গুনিয়া।
চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ায়,গাউছিয়া কমিটি বাংলাদেশ পোমরা শাখার উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও পোমরা গাউছিয়া কমিটির উপদেষ্টা মো. ইউনুস মিয়া মুন্সির প্রথম পুত্র এস.এম কামরুল হাসান (মাসুম)এর শুভ বিবাহ অনুষ্ঠান উপলক্ষে খতমে গাউছিয়া শরীফ আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৬মে) বিকালে পোমরা হাজীপাড়া পেতা গাজী পাড়া নিবাসী মো. ইউনুস মুন্সির বাসভবনে ঈদ পূর্ণমিলনী ও গাউছিয়া শরীফ অনুষ্ঠিত হয়।
পোমরা ইউনিয়ন গাউছিয়া কমিটির সভাপতি ছৈয়দুল আলম তালুকদার এর সভাপতিত্বে ঈদ পূর্ণমিলনী ও গাউছিয়া শরীফে উপস্থিত ছিলেন পোমরা ইউনিয়ন গাউছিয়া কমিটির উপদেষ্টা ইউনুস কোম্পানি,সিনিয়র সহ সভাপতি মমতাজ মিয়া,সহ সভাপতি কাজী ইউসুফ,সাবেক সভাপতি আবুল কদর মেম্বার,

সাধারণ সম্পাদক ডাক্তার জসিম উদ্দিন,সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা নঈমুল হক সরমদ নঈমী,অর্থ সম্পাদক মোজাম্মেল হক রাজু,প্রচার ও সম্প্রচার সম্পাদক সাংবাদিক দেলোয়ার হোসাইন, দাওয়াতে খায়ের বিষয়ক সম্পাদক মাওলানা রায়হান রেযা,মাওলানা মোসলেহ উদ্দীন জাবেদ, পৌরসভা দাওয়াতে খায়ের সম্পাদক মাওলানা আবদুল মাবুদ,ওয়ার্ড গাউছিয়া কমিটির সভাপতি জাহেদ,সিরাজ, জব্বার, মঈন, সোহেল প্রমুখ।
