

মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া উপজেলা।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গাউছিয়া সমিতি বাংলাদেশ, রাঙ্গুনিয়া উপজেলা শাখার ঐতিহাসিক জশনে জুলুস আগামী ১১ অক্টোবর সোমবার, সকাল আট ঘটিকার সময়ে পশ্চিম পোমরা বুড়ির দোকান চত্বর হতে শুরু হবে।

আজ রোববার রাতে উপজেলা গাউছিয়া সমিতির সভাপতি ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম চৌধুরী আইয়ুব এ তথ্য জানান।
তিনি বলেন,পবিত্র এ জশনে জুলুছ কে সফল করার জন্য রাঙ্গুনিয়া গাউছিয়া সমিতি ও যুব সমিতি সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এবং জুলুছ প্রস্তুতি জন্য আহবায়ক কমিটি গঠন করা হবে।

তিনি আরো জানান, জশনে জুলুস,সকাল আটটায়
,পোমরা বুড়ির দোকান হতে জুলুছ শুরু হয়ে গোডাউন হয়ে আবার পোমরা বঙ্গবন্ধু সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত পরিসরে মিলাদ মাহফিলের মাধ্যমে শেষ হবে।

তিনি সর্বস্থলে সকল সুন্নী জনতাকে পবিত্র জশনে জুলুসে অংশগ্রহণ করে সফল করার আহবান জানান।