চট্টগ্রামের রাঙ্গুনিয়াায় পোমরা রোশাই পাড়া ঈদ-এ মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে ‘গ্রাম ভিত্তিক’ সর্ববহৎ জশনে জুলুস এর র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯অক্টোবর) সকালে পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার মাঠ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কাপ্তাই সড়ক ও বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ শেষে পুনরায় মাদারাসার প্রাঙ্গণে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা ও মিলাদ মাহফিলের মাধ্যমে শেষ হয়।
জুলুস ও মিলাদ মাহফিলে সভাপতিত্বে করেন পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মারফতুন্নুর আল কাদেরী।
মুহাম্মদ শফিউল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা মুজিবুল হক কুতুবী, ইতিহাস প্রভাষক কুতুব উদ্দীন, মাওলানা মুহাম্মদ আইয়ুব, কবির আহমদ তালুকদার,নুরুল ইসলাম মেম্বার,আবু তাহের মেম্বার,জসিম উদ্দীন, আশরাফুল হক হারুন, এম.এ বাবুল, আবদুল মান্নান সওদাগর, ইব্রাহিম হোসাইন, শাখাওয়াত হোসেন, কামাল আহমদ সাইফু প্রমূখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাফেজুর রহমান,আজিজুল রহমান সওদাগর,ছৈয়দুল আলম, কামাল আহমদ, হাজী হারুন, দুলা মিয়া, মুহাম্মদ হারুন, জাগির হোসাইন, মুহাম্মদ রাসেল, জাহাঙ্গীর আলম, ইসমাইল হোসেন, দেলোয়ার হোসাইন, সেলিম সওদাগরসহ স্থানীয় মান্যগন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মাহফিল শেষে মিলাদ কিয়াম ও বিশ্বের শান্তি কামনায় মোনাজাত করেন অধ্যক্ষ মাওলানা মারফতুন্নুর আল কাদেরী।