আগামী ২৯শে সেপ্টেম্বর চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ায় আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (ম.জি.আ) সদারতে গাউছিয়া সমিতি ও গাউছিয়া যুব সমিতির উদ্যোগে জশনে জুলুস সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা ও ইমামে আলা হযরত (রা.) ও মুজাদ্দেদী আল ফেসানী (রা.) স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮সেপ্টেম্বর) রাতে পোমরা খাঁ মসজিদ সংলগ্ন খানকাহ শরীফে সৈয়দ বাড়ি দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিক্বত সৈয়দ মছিহুদ্দৌলা (ম.জি.আ) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
পোমরা গাউছিয়া সমিতির সভাপতি অধ্যাপক সাইফুল আলম মাসুদ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় গাউছিয়া সমিতির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা আলী শাহ নেছারী,
রাঙ্গুনিয়া গাউছিয়া সমিতির সভাপতি জাহেদুল আলম চৌধুরী আইয়ুব,পোমরা গাউছিয়া সমিতির সাবেক সভাপতি মাওলানা আবদুল মান্নান হারুনী, সহ সভাপতি মাওলানা ফজলুল করিম নঈমী, নুরুল আমিন কেরানী,মাওলানা এয়াকুব, সাধারণ সম্পাদক মাস্টার ইসমাইল,সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম,পোমরা গাউছিয়া যুব সমিতির সভাপতি মাওলানা আবদুল গফুর প্রমুখ।
সভায় আরো উপস্থিত ছিলেন মীর আহমদ সওদাগর, এম.এ খালেদ সাব্বু, মুহাম্মদ ছাবের, আলমগীর তালুকদার রনি, কাজী একরামুল করিম রিপন, রাশেদ চৌধুরী,আবু আহমদ সওদাগর, মনির আহমদ,ছাবের আহমদ, মাস্টার রফিকুল ইসলাম, এ.কে রানা,তারেকুল ইসলাম, দিদারুল আলমসহ উপজেলা ও ইউনিয়ন গাউছিয়া সমিতি ও যুব সমিতির নেতৃবৃন্দ।