চট্টগ্রামের রাউজানে বিবাহের ১৯দিনের মাথায় রাঙ্গুনিয়ার কন্যা জাহেদা আফরিন তারিনকে (২৮)পৈশাচিক নির্যাতন ও নির্মম হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পোমরার এলাকাবাসী।
রোববার (৫সেপ্টেম্বর)বিকালে পোমরা ইউনিয়নের শান্তির হাট বাজারের প্রধান সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা জানান,বিবাহের পর থেকে তার স্বামী ইসমাইল ও তার পরিবার বিভিন্ন সময়ে জাহেদা আফরিনকে নির্যাতন করে আসছে। বক্তারা জাহেদা আফরিনকে হত্যায় জড়িত তার স্বামী ও শশুর বাড়ির লোকজনদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের দাবী জানান।
নিহত জাহেদা আফরিনের ভাই ইব্রাহিম খলিল দাবী করেন,তার বোনের হত্যাকান্ডটি পরিকল্পিত। বিয়ের ১৯ দিনের মধ্যে একবারও আমার বোনকে বাড়িতে নিয়ে যেতে দেয়নি। আমার বোনের জামাই নেশাগ্রস্ত ছিল। তাকে তার স্বামী ও শশুর বাড়ির লোকজন নৃশংসভাবে হত্যা করার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখে। যা আত্মাহত্যা বলে চালিয়ে দেওয়ার উদ্দেশ্যে। সঠিক তদন্ত সাপেক্ষে আমরা জাহেদা আফরিন এর হত্যায় জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানাচ্ছি।
আফরিনের চাচাত ভাই তানবীর হাছান বলেন, তার শাশুর বাড়ির লোকজন বিবাহের পর থেকে বিভিন্ন সময়ে আফরিনের উপর নির্যাতন চালিয়েছেন এবং তাকে হাসপাতালে পর্যন্ত ভর্তি করানো হয়েছিল। এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড উল্লেখ করে সুষ্ঠু তদন্তপূর্বক বিচার দাবি করেন তিনি।
জানা যায়, গত ১৯ দিন আগে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের সাপলেজা পাড়ার মো. ইউসুফ এর মেয়ে জাহেদা আফরিনের সাথে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের আবু তাহেরের ছেলে মো. ইসমাইলের বিয়ে হয়।