চট্টগ্রামের রাঙ্গুনিয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ এমপির পক্ষ থেকে ঢেউটিন ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ ) বিকালে চন্দ্রঘোনা- কদমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিচ আজগরের মাধ্যমে এসব ঢেউটিন ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিচ আজগর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইউনুস, ইউনিয়ন আ'লীগের সভাপতি মো. হারুন সওদাগর, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, ইউপি সদস্য গাজী মো. এনাম, মোজাম্মেল হক, মো. সিরাজ, মো. দেবু, মো. বাহাদুর ইসলাম প্রমুখ।
ইউপি চেয়ারম্যান ইদ্রিচ আজগর বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনার খবর রাঙ্গুনিয়ার সাংসদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ এমপিকে জানালে উনি তৎক্ষনিক আমাকে নির্দেশ দেন তাঁদেরকে ঢেউটিন ও খাদ্য সামগ্রী দিয়ে পাশে দাড়ানোর জন্য। এ জন্য তথ্যমন্ত্রী ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এলাকার বিত্তবানদের আহবান করবো অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর পাশে দাড়ানোর জন্য।
প্রসঙ্গত, বুধবার (৩০ মার্চ) রাত আড়াইটার দিকে খোন্দকার পাড়ার মল্লাপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ১৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।