

মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া উপজেলা।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পোমরা শান্তিরহাট নবনির্মিত এবাদতখানার নতুন মসজিদ শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও কেন্দ্রীয় আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড.হাছান মাহামুদ এমপি।

মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধায় উপজেলা ও ইউনিয়ন আ’লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ পোমরা শান্তিরহাটের ব্যবসায়ীর উপস্থিতিতে শুভ করেন তিনি।

শান্তিরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবু তাহের মেম্বার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন এর সঞ্চালনায় শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া আহলে সুন্নত ওয়াল জামাত উত্তরের সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন কাদেরী, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম চৌধুরী আইয়ুব,সদস্য ওসমান গনি চৌধুরী,পোমরা ইউনিয়ন আ’লীগের সভাপতি ছৈয়দুল আলম তালুকদার,সাধারণ সম্পাদক মাস্টার মোসলিম উদ্দীন,শান্তিরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা ডাক্তার রফিকুল ইসলাম, পোমরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মঈন উদ্দীন,সাধারণ সম্পাদক আসিফুর করিম সাব্বির, পোমরা ছাত্রলীগের সভাপতি জাহেদুল ইসলাম,সাধারণ সম্পাদক জয়রাজ প্রমুখ।
পোমরা ইউনিয়ন আ’লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও শান্তিরহাট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন পোমরা শান্তিরহাট ব্যবসায়ী সমিতির সহ সভাপতি আবু আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন,ধর্ম সম্পাদক মাওলানা শওকত আলী প্রমুখ।