মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া উপজেলা।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যোষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বুধবার(৫ আগষ্ট)দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব,ইফতেখার ইউনুস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস কর্মকর্তা স্বপন চন্দ্র দে সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার।
সভায় উপস্থিত ছিলেন,উপজেলা কমিশনার ভূমি রাজিব চৌধুরী, রাঙ্গুনিয়া মডেল থানার কর্মকর্তা ওসি মাহাবুব মিল্কী,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দেব প্রসাদ চক্রবর্তী ,সমবায় অফিসার দিবাকর দাশ মান্না,মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সুমন শর্মা,চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আজগর,পারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম,স্বনির্ভর রাঙ্গুনিয়ার চেয়ারম্যান নুর উল্লাহ, মরিয়ম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর হক,লালানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর তৌহিদুর ইসলাম কাঞ্চনসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।