

মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া উপজেলা।
আগামী ৮ জানুয়ারি চট্টলার ঐতিহ্যবাহী শতবর্ষী প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের প্রথম ত্রি-বার্ষিক প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে সফল ও সার্থক করার লক্ষ্যে সম্মেলন ও কাউন্সিল প্রস্তুতি কমিটির সর্বশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১জানুয়ারি)সন্ধায় পোমরা শান্তিরহাটস্থ পরিষদের অস্থায়ী কায্যালয়ে প্রাক্তন ছাত্র পরিষদের উপদেষ্টা কমিটির সভাপতি সহকারী মাওলানা এস. এম.আবদুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও পরিষদের সাধারণ সম্পাদক এম.মোস্তফা টিপুর উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন,প্রস্তুতি কমিটির সদস্য ছৈয়দ মুহাম্মদ জাহেদুল হক,ব্যাংকার আনোয়ার হোসাইন শাওন, রিপোর্টার দেলোয়ার হোসাইন,ফয়সাল উদ্দীন,আরিফুর ইসলাম,ইকবাল হোসাইন প্রমুখ।

সভায় মাদরাসার সকল সাবেক ছাত্রদের প্রাক্তন ছাত্র পরিষদের সদস্য ফরম সংগ্রহ করে প্রাক্তন ছাত্র পরিষদের সদস্য হওয়ার আহবান জানান এবং সাধারণ সম্পাদক আজকের সর্বশেষ প্রস্তুতি সভায় অংশ গ্রহনের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের সদস্য হওয়ার জন্য ফরম সংগ্রহ করার জন্য যোগাযোগ করুক,মুহাম্মদ দেলোয়ার হোসাইন,প্রচার ও প্রকাশনা সম্পাদক,প্রাক্তন ছাত্র পরিষদ- 01820039772