মুহাম্মদ দেলোয়ার হোসাইন , রাঙ্গুনিয়া প্রতিনিধি।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসায় শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে মাদরাসার হল রুমে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মারফতুন নুর আল কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন,উপাধ্যক্ষ মাওলানা মুজিবুর হক কুতুবী, বাংলা প্রভাষক নিজাম উদ্দিন, আরবি প্রভাষক মাওলানা এস.এম.মঈন উদ্দীন,ইতিহাস প্রভাষক কুতুব উদ্দিন,সহকারী মাওলানা মোজাহেদুর ইসলাম প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন,ইংরেজি প্রভাষক শরীফ নজরুল ইসলাম, আরবি প্রভাষক মাওলানা শরিফ, সহকারী মাওলানা এস.এম. আবদুল কাদের, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা এয়াকুব, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম,সাঈদুল আলম,তানিয়া সুলতানা জেসমিন,ছৈয়দ মুহাম্মদ জাহেদুল হকসহ মাদরাসার সকল শিক্ষক -কর্মচারীবৃন্দ।
আলোচনা সভার শেষে ১৪ ডিসেম্বর রাতে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন মাওলানা মারফতুন নুর কাদেরী।