

মুহাম্মদ দেলোয়ার হোসাইন,প্রকাশনা সম্পাদক, আলোকিত রাঙ্গুনিয়া।
রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ধামাইরহাট শাকির শাহ চত্বরে ঐতিহ্যবাহী হামজু মিয়ার বলিখেলা বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকালে অনুষ্ঠিত হয়েছে৷ চূড়ান্ত খেলায় অংশ নিয়েছেন কুমিল্লার এহসান ও রাঙ্গুনিয়ার ইলিয়াস বলি। দু’জনেই দীর্ঘ প্রায় এক ঘন্টা ধরে পরষ্পরকে পরাস্ত করবার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়। পরে দুজনকেই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করেন খেলার পরিচালকবৃন্দ।

ঐতিহ্যবাহী হামজু মিয়া বলিখেলা উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত খেলায় সভাপতিত্ব করতে দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান আহমদ ছৈয়দ তালুকদার। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। উদ্বোধক ছিলেন এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, ইডেন ইংলিশ স্কুলের অধ্যক্ষ মাহনুর তাসনিম, উপজেলা আওয়ামীলীগ নেতা আরিফুল ইসলাম চৌধুরী, খোরশেদ আলম মাস্টার, শামসুদ্দোহা সিকদার আরজু, ফারুক আহমেদ তালুকদার, কাউছার নূর লিটন, এডভোকেট নিখিল কুমার নাথ, জামাল উদ্দিন, জসিম উদ্দিন তালুকদার, মো. মুছা মাস্টার, সাঈদ মাহমুদ রণি, ফজলুল ইসলাম সেলিম, রাসেল রাসু সহ অত্র পরিষদের ইউপি সদস্যবৃন্দ।

এদিন বিকাল ৩টা থেকে শুরু হওয়া বলিখেলায় সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম ও দেশের বিভিন্ন এলাকার অন্তত ৪০ জন বলি অংশ নিয়েছেন৷ ১৯৮৬ সাল থেকে শুরু হওয়া এই বলিখেলার ২৬তম আসরে রাঙ্গুনিয়া ও আশেপাশের এলাকার কয়েক হাজার দর্শক সমাগম হয়। রাতে জমজমাট কবি গানের আসর অনুষ্ঠিত হয়।