

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিনামূল্যে করোনা ভ্যাকসিন টিকার নিবন্ধনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

বৃহস্পতিবার (২২জুলাই) দুপুরে পদুয়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত পদুয়ার দশমাইল মুক্তিযোদ্ধা বাজারে নিবন্ধন কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়।

পদুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারেক উদ্দীন রানার সঞ্চালনায় কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রীর ছোট ভাই পরিবর্তনের নায়ক আলহাজ্ব এরশাদ মাহমুদ, মোর্শেদ মাহমুদ,তথ্যমন্ত্রীর একান্ত সহকারী কায়সার আলম,উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক আবু তাহের,রাঙ্গুনিয়া সরকারি কলেজের সভাপতি সোহেল চৌধুরী, সাবেক আহবায়ক বাবলা তালুকদার প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন,পদুয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি আব্বাস উদ্দীন,আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক অভি,এনাম, সাংগঠনিক সম্পাদক হদয় তালুকদার, জুয়েল,দপ্তর সম্পাদক সুফিয়ান, প্রচার সম্পাদক তৌহিদ ইলাহী,অর্থ সম্পাদক তারেকুল আলম স্বাধীন,ধর্ম বিষয়ক সম্পাদক ওমর ফারুক, সহ ধর্ম বিষয়ক সম্পাদক পল্লব বড়ুয়া, পাঠ ও চক্র বিষয়ক সম্পাদক ইউসুফ, আইসিটি বিষয়ক সম্পাদক মাবুদ আলম, ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি কাইয়ুম, সাধারণ সম্পাদক আজাদ তালুকদার প্রমুখ।
