চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা পূর্ব বেতাগী মির্জাখীল শাখার উদ্যোগে শোহাদায়ে কারবালা স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ আগষ্ট) রাতে মিরাজপাড়া ঈদগাহ ময়দানে হোসাইনী কনফারেন্সে সভাপতিত্বে করেন রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী দরবার দরবারে বেতাগী আস্তানা শরীরের সাজ্জাদানশীন পীরে তরিক্বত
পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ।
শেখ জাহেদ বাঁধনের সঞ্চালনায় কনফারেন্সে প্রধান বক্তার ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙ্গুনিয়া উপজেলা মধ্যম-দক্ষিণের সভাপতি মাওলানা নাছির উদ্দীন নাহিদ,প্রধান আলোচক ছিলেন রাবেত্বায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশ এর যুগ্ন মহাসচিব মুফতি আবুল কাশেম তাহেরী, বিশেষ আলোচক ছিলেন মিরাজপাড়া আবু বক্কর সিদ্দিক জামে মসজিদের খতিব মাওলানা শাহিন উদ্দীন আলকাদেরী।
কনফারেন্সে আরোও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা বেতাগী ইউনিয়ন শাখার সভাপতি যুবনেতা জাবেদ মুন্সিসহ মাওলানা খায়রুল ইসলাম কাদেরী, নাজমুল হোসাইন সিদ্দিকি, যুবনেতা কাজী ইউছুপ, ছাত্রনেতা কামাল হোসাইন,যুবনেতা আবু জাফর,ছাত্রনেতা আবু সরোয়ার, মাওলা ফারুক আজম,হাফেজ মাহবুব আলম, মাওলানা আমান উল্লাহ কাদেরী প্রমুখ।
মুহাম্মদ দেলোয়ার হোসাইন,প্রকাশনা সম্পাদক,আলোকিত রাঙ্গুনিয়া।