মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া উপজেলা।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া ঐতিহ্যবাহী গোচরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে পোমরা ইউনিয়নের মাইজ পাড়া মানসিক ভারসাম্যহীন জুনু পাগলী ও তার ছেলের চিকিৎসার জন্য আর্থিক সহয়তা দেওয়া হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাইজ পাড়া তার নিজ বাড়িতে জুনু পাগলীর পক্ষে তার পরিবার এই নগদ আর্থিক সহয়তা গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন -গোচরা ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হামজা,সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ নজুরুল ইসলাম,অর্থ সম্পাদক মুহাম্মদ মাসুদ, প্রচার সম্পাদক মুহাম্মদ আসিফুর রহমান,ক্রীড়া সম্পাদক মুহাম্মদ ইকবাল।
গোচরা ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হামজা বলেন--জুনু পাগলী একজন মানসিক ভারসাম্যহীন নারী। জুনু ও তার ছেলের চিকিৎসার জন্য আমাদের সমিতির পক্ষ থেকে আমরা এই আর্থিক সহয়তা দিয়েছি।