

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাধীন সরফভাটার হাজারীখীল এলাকার বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও ক্রীড়ামোদী মরহুম ফজল আহমদ সিকদার স্মৃতি সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ মার্চ)বিকালে মীরেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও উপজেলা যুবলীগের কৃষি বিষয়ক সম্পাদক আলমগীর হাসান সিকদার।

খেলায় উদ্বোধকের বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সদস্য সালাহ উদ্দিন তালুকদার,প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য ও চন্দ্রঘোনা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মুহাম্মদ হাছান সিকদার, প্রধান আলোচক ছিলেন, উপজেলা যুবলীগের সদস্য ও কুয়েত সিটি মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক একরামুল হোসেন শামসু।

সরফভাটা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহা আলম এর সঞ্চালনায় খেলায় সংবর্ধিত অতিথি ছিলেন সরফভাটা ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও সরফভাটা কৃষকলীগের সভাপতি মাহাবুবুল আলম ও ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা যুবলীগের সদস্য দিলদার হোসেন।

খেলায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও প্রবাসী এয়াকুব তালুকদার,প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির সহ সভাপতি আবদুল রাজ্জাক তালুকদার,বিশিষ্ট সমাজসেবক ও প্রবাসী মাসুদ পারভেজ, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মোজাহেরুল ইসলাম,আবুল বয়ান প্রমুখ।

খেলার শেষে বিজয়ী ও পরাজিত দলের মধ্যে ট্রফি তুলে দেন অতিথিরা।

মুহাম্মদ দেলোয়ার হোসাইন, প্রকাশনা সম্পাদক, আলোকিত রাঙ্গুনিয়া।