

মুহাম্মদ দেলোয়ার হোসাইন, প্রকাশনা সম্পাদক, আলোকিত রাঙ্গুনিয়া।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মরিয়মনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আ’লীগের ক্রি-বার্ষিক সম্মেলন নজরটিলা পূর্ব মসজিদ সংলগ্ন মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার(৭ফ্রেরুয়ারী)বিকালে মরিয়মনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আবদুল জলিল সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইন্জিঃ শামসুল আলম তালুকদার,উদ্বোধনী বক্তব্য রাখেন মরিয়মনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর হক হিরু, প্রধান বক্তার বক্তব্যে রাখেন মরিয়মনগর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন সেতু।

মরিয়মনগর ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর ইসলাম,ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক সাহাব উদ্দীন ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবীর হোসেন এর যৌথ উপস্থাপনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য জামাল উদ্দীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম,উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক আরিফুর ইসলাম চৌধুরী, সিনিয়র সদস্য আবদুর রহিম, সিনিয়র সদস্য সিরাজুল করিম সিকদার,সদস্য সাজ্জাদুল ইসলাম খোকন, উপজেলা যুবলীগের সহ সভাপতি পারভেজ হোসেন,সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আইয়ুব রানা, উপজেলা প্রজন্মলীগের সভাপতি জসিম উদ্দিন প্রমুখ।

সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন আ’লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ইকবাল হোসাইন (বড়), মুহাম্মদ নুরুল আলম,মুজিবুর রহমান, লিটন মুৎসুদ্দি,পিয়ারুর ইসলাম,ওসমান গনি, এপিএজ আলমগীর, আলমশাহ,আবু ছালেহ,মুহাম্মদ হাসান,কাজী আলম, সুলতানুল আলম,সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মনোয়ার করিম সিকদার,মুমিনুল হক লেদু, মুহাম্মদ আলম, আবদুল নবী,মুহাম্মদ নাজিম,সুমায়ুন কবির সুমন,ইমাম উদ্দিন বাদশা, মুহাম্মদ আলম, ওমর ফারুক,রনি,আকবর হোসেন, রাকিব প্রমুখ।
সম্মেলনের শুরুতে মিছিল সহকারে সম্মেলনস্থলে যোগ দেন, ওয়ার্ড আ’লীগের সভাপতি – সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা ।
