মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া উপজেলা।
আগামী ৭ ও ৮ ডিসেম্বর,রোজ- মঙ্গল ও বুধবার,পবিত্র ফাতেহা-ই- ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে মীরেরখীল আশেকানে মাইজভান্ডারি এসোসিয়েশন, এলাকাবাসী ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত মাইজভান্ডারি সম্মেলন সফল করার লক্ষ্যে সর্বশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (০৩ ডিসেম্বর) বাদে জুমা মীরেরখীল বাজারস্থ অস্থায়ী কায্যালয়ে বিশিষ্ট সমাজসেবক নুরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
হোসাইন আলীর সঞ্চালনায় প্রস্তুতি সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নবনির্বাচিত ইউপি সদস্য দিলদার হোসাইন,আলহাজ্ব আবুল কালাম নঈমী, প্রবাসী আলহাজ্ব মুহাম্মদ ইদ্রিস,আবদুল খালেক, কামাল হোসেন,আবু বক্কর,জবরুতুল্লাহ,তারেক, মুহাম্মদ সেলিম, বশর,শাকিল,হাসান আলী প্রমুখ।
সভায় আরো উপস্থিত ছিলেন,শহীদুল করিম, আসিফ, বখতিয়ার, শহীদুল আলম মানিক, ইয়াছিন, সাকিব, আজগর, জুবায়ের,নুর মুহাম্মদসহ আশেকানে মাইজভান্ডারীর কর্মকর্তা ও সদস্য বৃন্দ।
এ সময় মাইজভান্ডারি এসোসিয়েশনের পক্ষ থেকে সকল সুন্নী মুসলমান ও ভক্ত বৃন্দের উপস্থিত হওয়ার আহবান জানান।