মুহাম্মদ দেলোয়ার হোসাইন, আলোকিত রাঙ্গুনিয়া।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাদকের আস্তানা উচ্ছেদ, মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, সন্ত্রাস,চাঁদাবাজ ও পতিতাসহ সমাজের অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১২মার্চ)বিকালে পোমরা মালিরহাট বাজারে এ প্রতিবাদ সমাবেশ ইউনিয়ন আ’লীগের সভাপতি ছৈয়দুল আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক মোসলেম উদ্দীন মাস্টারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের সহ সভাপতি ও পোমরা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান কুতুব উদ্দীন হারুনী।
সমাবেশে অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম চৌধুরী আইয়ুব,প্রচার ও প্রকাশনা সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ্ব এমরুল করিম রাশেদ, সদস্য জাহেদুল ইসলাম,থানার (ওসি) তদন্ত খান নুরুল ইসলাম, ইউনিয়ন আ. লীগের উপদেষ্টা নুরুল ইসলাম বিএসসি, সহ- সভাপতি ওয়াহেদুল কবির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু তাহের মেম্বার, সাবেক ইউপি সদস্য আবু বক্কর বাহাদুর,ইউপি সদস্য আবু জাফর, মোহাম্মদ হোসেন প্রমুখ।
মাদকমুক্ত সমাজ গড়তে এবং যুব সমাজকে মাদক মুক্ত রাখতে সমাজের সবস্থরের সবাইকে এগিয়ে আসতে হবে। সবাই এগিয়ে আসলে আমাদের এ সমাজ মাদকসহ অসামাজিক কার্যকলাপ বন্ধ হবে বলে বিশ্বাস করি।
বক্তারা আরও বলেন, ‘মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ এমপির রুপালী রাঙ্গুনিয়ায় কাউকে মাদক বিক্রি করতে দেওয়া হবে না।পোমরার মাটিতে যারা মাদকাসক্ত হচ্ছেন এবং মাদকদ্রব্য বিক্রি করে দিনযাপনের চেষ্টা করছেন, কাউকে চাড় দেওয়া হবে না। সকলকে আমরা চিহ্নিত করে রেখেছি। তাঁদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।’
এ সময় রাঙ্গুনিয়া থানার (ওসি) তদন্ত খান নুরুল ইসলাম বলেন, ‘মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স গ্রহণ করেছে। মসজিদ যেমন সকলের জন্য উন্মুক্ত ঠিক তেমনি থানা সকলের জন্য উন্মুক্ত। তাই কারা মাদক ব্যবসায়ী কারা সহজ সরল লোক তাঁদেরকে চিনিয়ে দিবে এলাকাবাসী। যাতে কোন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কথা বলতে গিয়ে কোন নিষ্পাপ ব্যক্তিকে মামলার শিকার হতে না হয়।’
এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য জামাল উদ্দীন,যুবলীগ নেতা মো. ইউসুফ খান, মানিক কান্তি দাস,পোমরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক জয় রাজ প্রমুখ।