

রাঙ্গুনিয়ায় বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড (আঞ্জুমানে ইত্তিহাদুল মাদারিস) এর মহাসচিব এবং আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদ্রাসার সাবেক শায়খুল হাদিস ও মহাপরিচালক আল্লামা শাহ মুফতি আবদুল হালিম বোখারী’র জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল উপজেলার চন্দ্রঘোনার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকালে আঞ্জুমানে ইত্তিহাদুল মাদারিস বাংলাদেশ রাঙ্গুনিয়া শাখার আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোদালা মাদ্রাসার পরিচালক মুফতি আবদুল কাদের। প্রধান অতিথি ছিলেন পটিয়া মাদ্রাসার বর্তমান মহাপরিচালক মুফতি ওবায়দুল্লাহ হামজা। বিশেষ অতিথি ছিলেন দারুল হেদায়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি আজিজুল হক আল মাদানী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, চন্দ্রঘোনা-কদমতলী ইউপির বার বার নির্বাচিত বর্তমান সফল চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিচ আজগর, ইছাখালী মাদ্রাসা পরিচালনা পরিষদ সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী।
শিক্ষক মাওলানা নাছির উদ্দীন ও আবু সাঈদ কোদালাবির যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন ইউনুসিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা নেজাম উদ্দিন, সহকারী পরিচালক নুরুল কবির কাসেমি, সুখবিলাস মদ্রাসার পরিচালক মাওলানা মীর কাসেম, বনগ্রাম মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ সালাউদ্দিন, রায়খালী সুলতানিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা নুরুল আজিম, ব্রহ্মোত্তর আল কুরআন এডুকেশনাল একাডেমির পরিচালক মাওলানা নাজমুল হক চৌধুরী, খন্ডলিয়াপাড়া মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা মঈন উদ্দিন, নিশ্চিন্তাপুর মাদ্রাসার পরিচালক মাওলানা ফজলুর রহমান বয়ানী, ইসলামপুর মাদ্রাসার পরিচালক মাওলানা নুরুল আমিন, ইছাখালী মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা নজরুল ইসলাম, ব্রহ্মোত্তর মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ ওসমান গণি, আজিজনগর নুরানি মাদ্রাসার পরিচালক মাওলানা মুবিনুল হক, মাওলানা রহমত উল্লাহ শাহিন প্রমুখ। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে তাঁর রূহের মাগফিরাত কামনা করা হয়।