চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ায় শিলক নটুয়ান টিলা যুব ঐক্য পরিষদ এর উদ্যোগে ভারতে রাসূলুল্লাহ(দ.) ও মা আয়েশা (রাঃ) শানে কটুক্তি ও চরম অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১৩ জুন) বিকালে শিলক কুদ্দুস মার্কেট চত্বর থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সংক্ষিপ্ত প্রতিবাদ সভার মাধ্যমে বিক্ষোভ মিছিল শেষ হয়।
ডাক্তার সাইফুল নুর এর সভাপতিত্বে প্রতিবাদ সভার প্রধান অতিথি ছিলেন সরফভাটা মেহেরীয়া মাদরাসার পরিচালক মাওলানা আনাস মাদানী।
সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী খোকন এর সঞ্চালনায় প্রতিবাদ সভার বক্তব্য ও উপস্থিত ছিলেন শিলক মুহি সুন্নাহ মাদরাসার সিনিয়র শিক্ষক আজিজুল হাসান,মাওলানা মোর্শেদ সাহেব,আলী নুর তালুকদার মনি,মাওলানা আজিজুল হক, মাওলানা ফজলুল রহমান, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা ইয়াসিন, মাওলানা শহিদুল্লাহ, ডাক্তার নাজিম উদ্দীন,মাস্টার সিরাজ, মাস্টার রবিউল প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক রুবেল,প্রচার সম্পাদক মাওলানা সাদেক হোসেন,সদস্য মাওলানা সোহেল,আবদুল শুক্কুর, মুহাম্মদ ইব্রাহিম, মুহাম্মদ হোসেন, মুহাম্মদ সাকিব,মুহাম্মদ আসিফ, মুহাম্মদ জুয়েল,মুহাম্মদ সিফাত,মুহাম্মদ লোকমান, মুহাম্মদ ডিসান, মুহাম্মদ মারুফ, মুহাম্মদ রিফাত, মুহাম্মদ মুফিজ, মুহাম্মদ মামুন,মুহাম্মদ সওকত,মুহাম্মদ মিজান, মুহাম্মদ ফরহাদ প্রমুখ।
এ সময় বক্তারা নূপুর শর্মা ও নবিন জিন্দোলকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, ভারতে রাস্ট্রদ্রতকে তলব,
মুসলমানদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ও ধর্মীয় স্বাধীনতা প্রদানের দাবি জানান।