মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া উপজেলা।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পোমরা শহীদ জিয়ানগর উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের স্থানান্তর পূর্বক শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (৪ অক্টোবর) বিকালে শুভ উদ্বোধন করেন পোমরা শহীদ জিয়ানগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও পোমরা ইউনিয়ন আ’লীগের সহ- সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব, আবু সৈয়দ মেম্বার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন,বীর মুক্তিযোদ্ধা বাবু সন্তুু নাথ দে, প্রধান আলোচক ছিলেন, বীব মুক্তিযোদ্ধা বাবু রাজেন্দ্র লাল বড়ুয়া।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু সুজন চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা মফিজুর রহমান, অভিভাবক সদস্য ও পোমরা ইউনিয়ন আ’লীগের সাংস্কৃতিক সম্পাদক কাজীেএকরাম উল্লাহ রিপন,অভিভাবক সদস্য এস.এম.সাইফুল ইসলাম খোকন,বিদ্যোৎসাহী সদস্য ও পোমরা ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মুনাফ প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক জাফর উদ্দীন, সিনিয়র শিক্ষক এস.এম ওসমান গনি,হেড মাওলানা মাওলানা আবদুল হামিদ, সহকারী শিক্ষক বাবু রাজু প্রসাদ বড়ুয়া , সিনিয়র শিক্ষিকা জেসমিন সুলতানাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।