মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া উপজেলা।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (৫ আগস্ট) বৃহস্পতিবার বিকালে উপজেলা আ'লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সভাপতি আরজু সিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক সামশুল ইসলাম তালুকদার।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইউনুছ এর
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফুর ইসলাম চৌধুরী, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি বি.কে.লিটন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলী, মোঃ আজিজসহ উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকহানাদার বাহিনী কর্তৃক বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত ধানমন্ডির ৩২ নম্বর সড়কের ঐতিহাসিক বাসভবন আক্রান্ত হওয়ার পূর্ব মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে শেখ কামাল সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
তিনি স্বাধীন বাংলাদেশে প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে মুক্তিবাহিনীতে কমিশন লাভ করেন ও মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানির এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন।