মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া উপজেলা।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠতম সন্তান ‘শেখ রাসেল এর জন্মদিন উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৮ অক্টোবর)বিকাল উত্তর রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগর বি এইড পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জন্মদিন পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উত্তর রাঙ্গুনিয়া শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি নাজিম উদ্দীনে সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন তালুকদার।
স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ফারুক চৌধুরীর ও কাজী শাওয়ালের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্যে রাখেন, দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আহমদ সৈয়দ তালুকদার।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আ.লীগের উপদেষ্টা ইউনুছ মিয়া, মাস্টার খোরশেদ আলম, উত্তর রাঙ্গুনিয়া প্রবাসী বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠা আবদুল গফুর, ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার,এডভোকেট সাজ্জাদ হোসেন জুয়েল ও মাস্টার মুহাম্মদ মুছা প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কাজী মঈন উদ্দিন, মিজানুর রহমান, আবুল কাশেম, রফিকুল ইসলাম রফু,মুহাম্মদ আলী,দীপক শীল, আবদুল্লাহ আল মামুন, আনিছুর রহমান চৌধুরী ও গিয়াস উদ্দিন প্রমূখ।
সভায় বক্তারা বলেন, শেখ রাসেল শুধু একটি নামই নয়। রাসেল মানেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দীপ্ত বুকের তাজা রক্তদাতা।
পরে ১৫ আগস্টের কালো রাতে নিহতদের স্মরণে ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।