চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ায় শেষ মুহূর্তে গরু- ছাগলের ক্রয়-বিক্রয় জমে উঠলেও দাম বেশি ও কিছু বাজারে হাসিল কম বলে মন্তব্য করেন ক্রেতা ও হাসিলকারী।
গতকাল শুক্রবার ও আজ শনিবার মরিয়ম নগর বাজারে ইউনিয়ন আ'লীগের সম্পাদক কামাল উদ্দীন ও যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন জানান, এ বাজারে প্রচুর পরিমাণ গরু বিক্রয় হচ্ছে এমনকি গরুর পরিমাণ কমে গেছে তাই গরুর দাম একটু বেশি আর বিশেষ করে এ বাজারে পাহাড়ি গরু বিক্রয় হয় । রাঙ্গুনিয়ার যে কোন গরু-ছাগলের বাজারে চেয়ে কম হাসিল গ্রহণ করা হচ্ছে বলে মন্তব্য করেন তারা।
এছাড়া কয়েক জন ক্রেতা গত কয়েক দিনের বাজারে চেয়ে শেষের দিকে গরুর প্রতি ৫ ও ১০ হাজার টাকা চেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে বলে বলেন।
মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি।