চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গাউছিয়া কমিটি বাংলাদেশ, পোমরা ইউনিয়ন শাখার উদ্যোগে হযরত খাজা সৈয়দ আবদুর রহমান চৌহরভী (রহ.) বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে ।
আজ সোমবার(১২ জুলাই)বাদে মাগরিব জামেয়া নঈমীয়া তৈয়বীয়া ফাযিল মাদরাসার জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত ওরশ শরীফে সভাপতিত্বে করেন চট্টগ্রাম উত্তর জেলা গাউছিয়া কমিটির সভাপতি মাস্টার জমির হোসেন।
পোমরা গাউছিয়া কমিটির অর্থ সম্পাদক মোজাম্মেল হক রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,হযরত বাঁচাশাহ জামে মসজিদের খতিব মাওলানা নঈম উদ্দীন ভান্ডারী,রাউজান সিকদার কাঠা গাউছিয়া কমিটির সহ সভাপতি আবদুল জব্বার,মাওলানা সেহাব উদ্দীন,পোমরা যুবসেনার দাওয়া বিষয়ক সম্পাদক নঈমুল হক সরমদ, পোমরা ছাত্রসেনার সভাপতি মুসলেহ উদ্দীন জাবেদ প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন,পোমরা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মাস্টার মোসলেম উদ্দিন,পৌরসভা গাউছিয়া কমিটির সভাপতি মাস্টার ইউসুফ,পোমরা গাউছিয়া কমিটির সহ সভাপতি আবুল কদর মেম্বার,মমতাজ মিয়া,ইউনুস কোম্পানি,কাজী ইউসুফ,সাধারণ সম্পাদক ডাঃজসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সোলাইমান,সাংগঠনিক সম্পাদক মাস্টার নাছের,পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা ফজলুল করিম নঈমী,পোমরা যুবসেনার সাধারণ সম্পাদক বেলাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইন, ছাত্রসেনার সাবেক কর্মী নুরুল আমিনসহ ইউনিয়ন ও ওয়ার্ড গাউছিয়া কমিটির নেতৃবৃন্দ।