

মুহাম্মদ দেলোয়ার হোসাইন,প্রকাশনা সম্পাদক, আলোকিত রাঙ্গুনিয়া।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মরিয়মনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আ’লীগের ক্রি-বার্ষিক সম্মেলন মরিয়মনগর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ফ্রেরুয়ারী) বিকালে মরিয়মনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মুহাম্মদ ইউনুছ সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।


ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক আজাদ উদ্দিন ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আজগর হোসেনের যৌথ উপস্থাপনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন,উদ্বোধনী বক্তব্য রাখেন মরিয়মনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর হক হিরু,প্রধান বক্তার বক্তব্যে রাখেন মরিয়মনগর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন সেতু।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন,চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য জামাল উদ্দীন,উপজেলা আ’লীগের সিনিয়র সদস্য আবদুর রহিম,সিনিয়র সদস্য সিরাজুল করিম সিকদার,উপজেলা যুবলীগের সহ সভাপতি পারভেজ হোসেন, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আইয়ুব রানা, উপজেলা প্রজন্মলীগের সভাপতি জসিম উদ্দিন প্রমুখ।

সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন আ’লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন,রেজাউল করিম, দিদারুল আলম, মুজিবুর রহমান, নুরুল আলম,এনামুল করিম সিকদার,আলতাফ হোসাইন, নিজাম উদ্দিন, মুহাম্মদ হাসান,মনোয়ার করিম সিকদার,

এজিএস আলমগীর, মুমিনুল হক লেদু, আবু ছালেহ,মুহাম্মদ আলম, সুমায়ুন কবির সুমন,ইমাম উদ্দিন বাদশা,ইদ্রিস রহমান সওদাগর, ইকবাল হোসাইন,নুর হোসেন জয়,মফিজুর রহমান,এখতিয়ার,মুহাম্মদ হাসান, তানভীর,ফারুক, ফজলুল কবির প্রমুখ।
