

মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া উপজেলা।
প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির সভাপতি ও রেজায়ে মুস্তফা (দ.)প্রবাসী পরিষদের সভাপতি এ রহমান গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব কোরবান আলীর অর্থায়ানে রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদরাসার প্রধান গেইটের সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার(১৭ নভেম্বর) বিকালে সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফ এর সাজ্জাদানশীন পীরে তরিক্বত মাওলানা সৈয়দ ওবায়দুল মোস্তফা নঈমী (ম.জি.আ)।

এ সময় উপস্থিত ছিলেন, রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নাছির উদ্দীন তৈয়বী, আরবি প্রভাষক মাওলানা নেজাম উদ্দীন নঈমী, প্রবাসী রেজায়ে মুস্তফা( দ.) এর সাংগঠনিক সম্পাদক মাওলানা গোলামুন্নবী,উপজেলা ইসলামী ফ্রন্টের সহ সভাপতি মাওলানা আব্দুর রহমান জামী, মাওলানা আব্দুল হামিদ নঈমীসহ মাওলানা বদিউল আলম আশরাফী,মাওলানা আহমেদ কবির নঈমী, মাওলানা মোহাম্মদ আলী নঈমী, মোহাম্মদ মহসিন, মোহাম্মদ হারুন মেম্বর, মোহাম্মদ জাহেদসহ অন্যান্য।

পরে দেশ ও জাতির কন্যাণে বিশেষ দোয়া করেন মাওলানা সৈয়দ ওবায়দুল মোস্তফা নঈমী (ম.জি.আ)।