রোটারি ক্লাব অব চট্টগ্রাম হিল টাউনের আয়োজনে গুর্ণিজন সংবর্ধনা ও অসহায় গরিব শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান শনিবার (২৯ এপ্রিল) বিকালে রাঙ্গুনিয়া উপজেলাধীন পোমরা ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
ক্লাবের সভাপতি অধ্যাপক প্রদীপ কুমার দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারি ডিস্ট্রিক ইন্টারন্যাশনাল ৩২৮২ সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান,চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌভিক,ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট চট্টগ্রাম এর সভাপতি রোটারিয়ান এম এ রশিদ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি অঞ্জন শেখর দাশ,এলজিইডি তত্ত্বাবধায়ক প্রকৌশলী তফাজ্জল আহমদ, নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের উপসচিব সুমন বড়ুয়া, সাংবাদিক আলীউর রহমান,লায়ন বিজয় শেখর দাশ, রোটারিয়ান আমজাদ হোসেন, রোটারিয়ান খনরঞ্জন রায় সাংবাদিক রোটারিয়ান মোহাম্মদ ইউসুফ প্রমুখ।
এসময় সংবর্ধিয় অতিথি বঙ্গবন্ধুর সহযোদ্ধা প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব জহির আহমদ চৌধুরী বলেন,আমরা কখনো কিছু পাওয়ার আশায় রাজনীতি করিনি। ১৯৬৬ সাল হান্নান সাহেবের মাধ্যমে চট্টগ্রাম শাহজাহান হোটেলে বঙ্গবন্ধুর সাথে সাক্ষাৎ করে তার আদর্শের রাজনীতিতে সক্রিয় হয়েছিলাম।তারপর থেকে বঙ্গবন্ধুর আদর্শকে আজীবন লালন করে চলেছি। মুক্তিযুদ্ধ ভিত্তিক আদর্শকে লালন করে দেশের সঠিক উন্নয়নের জন্য বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করার বিকল্প নাই। আমি আজকের তরুণ সমাজকে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করার আহবান জানাচ্ছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সদস্য ওসমান গনি চৌধুরী, পোমরা ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক মাস্টার মোসলেম উদ্দিন, ওয়ার্ড আ'লীগের সভাপতি আবু তাহের মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেনসহ মান্যগন্য ব্যক্তিবর্গ।