চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার এতিহ্যবাহী প্রাচীনতম বাজার পোমরা শান্তিরহাটের এবাদত খানার নবনির্মিত নতুন মসজিদের উন্নয়নের কাজে একলক্ষ টাকার অনুদান প্রদান করেন ব্যবসায়ী সংগঠন বিসমিল্লাহ স্বপ্নযাত্রা।
গত মঙ্গলবার (১২এপ্রিল)সন্ধায় মসজিদ এর উন্নয়ন এর কাজে অবদান রাখাল স্বপ্নযাত্রার প্রতিনিধি মুহাম্মদ আবু তৈয়ব ও আজিজ উল্লাহ রাশেদ এর হাতে সম্মাননা স্মারক প্রদান করেন ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।
ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবু তাহের মেম্বার এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আহলে সুন্নত ওয়াল জামাত রাঙ্গুনিয়া দক্ষিণের সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন কাদেরী, উপজেলা গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক মাস্টার আবু জাফর, পোমরা গাউছিয়া কমিটির সভাপতি ছৈয়দুল আলম তালুকদার,সহ সভাপতি কাজী ইউসুফ,ব্যবসায়ী আবু আহমদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন রোশাই পাড়া ইমাম হোসাইনী কাফেলার সাবেক সভাপতি দেলোয়ার হোসাইন,সাবেক সভাপতি নবনির্বাচিত ইউপি সদস্য মুহাম্মদ ইব্রাহিম হোসাইন,পোমরা ইউনিয়ন যুবসেনার সাধারণ সম্পাদক বেলাল উদ্দীন, ছাত্রসেনার সাবেক সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন জাবেদসহ ব্যবসায়ী সৈয়দ সোলাইমান, তাজুল ইসলাম,মুহাম্মদ এয়াকুব আলী প্রমুখ।