

মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া উপজেলা।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গাউছিয়া সমিতি ও যুব সমিতি বাংলাদেশ, পোমরা ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র শোহাদায়ে কারবালার স্মরণে খতমে কুরআন,গাউছিয়া শরীফ,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২৬শে আগষ্ট)রাতে পোমরা খাঁ মসজিদ সংলগ্ন খানকাহ শরীফে মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন,সৈয়দবাড়ি দরবার শরীফের সাজ্জাদানাশীল ও কেন্দ্রীয় আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাসচিব সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা (ম.জি.আ),

পোমরা গাউছিয়া সমিতির সভাপতি অধ্যাপক সাইফুল আলম মাসুদ এর সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুব সমিতির চেয়ারম্যান ও শাহাজাদা মাওলানা তৌছিফুল হুদা (ম.জি.আ)।

পোমরা গাউছিয়া সমিতির সাধারণ সম্পাদক মাস্টার ইসমাইলের সঞ্চালনায় মাহাফিলে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় গাউছিয়া সমিতির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা আলী শাহ নেছারী, রাঙ্গুনিয়া গাউছিয়া সমিতির সভাপতি জাহেদুল ইসলাম চৌধুরী আইয়ুব,সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন,পোমরা গাউছিয়া সমিতির সহ সভাপতি মাওলানা হাবিবুর রহমান,শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা এয়াকুব প্রমুখ।

মাহফিল ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন পোমরা গাউছিয়া সমিতির সাবেক সভাপতি মাওলানা আবদুল মান্নান হারুনী,সহ সভাপতি আবু মুসা আশয়ারী,ফজলুল করিম নঈমী,হামিদ শরীফ মেম্বার,সাংগঠনিক সম্পাদক দিদারুল ইসলাম, যোগাযোগ বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, ওযার্ড গাউছিয়া সমিতির সভাপতি দিদারুল আলম, পোমরা যুব সমিতির সহ সভাপতি মুহাম্মদ ফারুক শাহসহ উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড শাখার গাউছিয়া সমিতি ও যুব সমিতির নেতৃবৃন্দ।
