মুহাম্মদ দেলোয়ার হোসাইন,প্রকাশনা সম্পাদক – আলোকিত রাঙ্গুনিয়া নিউজ।
সর্বস্থরের সুন্নী জনতার উপস্থিতিতে আওলাদে রাসূল সৈয়দ বাড়ি দরবার শরীফের সাজ্জাদানশীন,কেন্দ্রীয় আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাসচিব আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (ম.জি.আ) ছদারতে ঐতিহাসিক জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১১ অক্টোবর) বিকালে পোমরা বুড়ির দোকান হতে শুরু হয়ে কাপ্তাই সড়কের গুরুত্বপূর্ণ বাজার ও সড়ক শান্তিরহাট, গোছরা চৌমুহনী, জুটমিল, ভবানী মিল ও গোডাউন হয়ে পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সমাপ্তি পরিসরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ বাড়ি দরবার শরীফের সাজ্জাদানসীন পীরে তরিক্বত শাহসূচী সৈয়দ মছিহুদ্দৌলা (মা.জি.আ)।
পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালযের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় গাউছিয়া সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ্ব জহির আহমেদ চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় গাউছিয়া যুব সমিতির চেয়ারম্যান প্রখ্যাত আলেমেদ্বীন আল্লামা সৈয়দ তৌছিফুল হুদা।
কেন্দ্রীয় গাউছিয়া সমিতির সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী শাহ নেছারীর সঞ্চারনায় স্বাগত বক্তব্য রাখেন, জুলুস প্রস্তুতি কমিটির আহবায়ক ও উপজেলা গাউছিয়া সমিতির সভাপতি জাহেদুল আলম চৌধুরী আইয়ুব।
সমাবেশে বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা রুহুল আমিন কাদেরী, মাওলানা জরিফ আলী আরমানী, অধ্যক্ষ মাওলানা মারফতুন নুর,আলহাজ্ব জমির হোসেন মাস্টার, অধ্যক্ষ মাওলানা নাছির উদ্দীন আলকাদেরী,অধ্যাপক সাইফুল আলম মাসুদ, হাফেজ মুহাম্মদ শহীদুল্লাহ,মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আবদুল মান্নান হারুনী, মাওলানা ফজলুল করিম নঈমী, মাওলানা এয়াকুব প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন,ভাইস চেয়ারম্যান আকতার হোসেন,সহকারী রেজিস্ট্রার মোক্তারুল মোস্তাফা টিপু,জাহেদুল আলম,মাস্টার মুসলিম উদ্দীন,আহমদ আলী নঈমী,মাস্টার ইসমাইল,দিদারুল ইসলাম,নুরুল ইসলাম মেম্বার,আবু তাহের মেম্বার, শফিউল আলম,মনিরুল ইসলাম, এম.এ খালেক সাব্বু, ছাবের আহমদ, আকবর হোসেন রুবেল, আশরাফুল হক হারুন,শওকত আলী, ফারুক শাহ, জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, নুরুল আমিন কেরানী, আবুল ফয়েজ মেম্বার, হামিদ শরীফ, হামিদ শরীফ মেম্বার, আবু আহমদ সওদাগর, হাজী আবদুল হামিদ প্রমুখ।