চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় হাজার-হাজার আলেম,ওলামা, আশেক ও ভক্তদের কাঁদিয়া চিরনিদ্রায় শায়িত হলেন আওলাদে রাসূল পীরে তরিকত আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ কেবলার মুরিদ, রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফের একনিষ্ঠ খাদেম ও সরফভাটা ইউনিয়ন গাউছিয়া কমিটির সিনিয়র সদস্য শায়ের জগতের উজ্জ্বল নক্ষত্র হাফেজ মাওলানা মুহাম্মদ এয়াকুব।
আজ বৃহস্পতিবার বিকালে পশ্চিম সরফভাটা আবদুল হামিদ শাহ ঈদগাহ ময়দানে রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফ এর সাজ্জাদানশীন পীরে তরিকত আল্লামা সৈয়দ ওবায়দুল মোস্তফা নঈমী আশরাফী (ম.জি.আ) এর ইমামতে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে শায়িত করেন তাঁকে।
জানাযা নামাজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় স্মৃতি চারণ করেন রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফ এর সাজ্জাদানশীন পীরে তরিকত আল্লামা সৈয়দ ওবায়দুল মোস্তফা নঈমী আশরাফী (ম.জি.আ), বেতাগী দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ,রাঙ্গুনিয়া উপজেলা উত্তরের আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি হাফেজ ক্বারী মাওলানা সৈয়দ রুহুল আমীন কাদেরী,সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ ফরিদ উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা গাউছিয়া কমিটির ভারপ্রাপ্ত সহ সভাপতি আলহাজ্ব জমির হোসেন মাস্টার, মসজিদ এর খতিব মাওলানা ওয়াহিদুল ইসলাম কাদেরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, রাঙ্গুনিয়া উপজেলা শাখার সহ সভাপতি করিম উদ্দিন হাছান, ইমাম শেরে বাংলা (রহ.) স্মৃতি সংসদের সভাপতি রাহুল চৌধুরী প্রমূখ।
জানাযায় রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ,উপাধ্যক্ষ, প্রভাষকসহ শিক্ষক-কর্মচারী, সরফভাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুল হক শরফী,প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির সভাপতি আলহাজ্ব কোরবান আলীসহ সরফভাটা ইউনিয়ন পরিষদের সদস্য, ইউনিয়ন আ'লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,উপজেলা ও ইউনিয়ন গাউছিয়া কমিটির নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, রাঙ্গুনিয়া দাওয়াতে ইসলামী নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় অন্ধ হাফেজ এয়াকুব নবী প্রেমের আশেকে রাসূল ছিলেন বলে জানান এবং তাঁর দুই এতিম সন্তানদের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান।
মুহাম্মদ দেলোয়ার হোসাইন, আলোকিত রাঙ্গুনিয়া।