

চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটার মেহেরিয়া পাড়াস্থ কন্যা দায়গ্রস্ত পরিবারে আর্থিক সহায়তা প্রদান করেন সরফভাটাবাসীদের সামাজিক,সেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রাম।
রোববার (১৪ এপ্রিল) দুপুরে সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রামের কর্মকর্তা ও সদস্যরা আর্থিক এ সহায়তা পৌঁছে দেন।

এসময় উপস্থিত ছিলেন সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রামের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন, সদস্য এম.সোহেল তালুকদার ও সদস্য শাহেদুল ইসলাম প্রমূখ।
সোসাইটির নেতৃবৃন্দরা জানান, কন্যা দায়গ্রস্ত পরিবার এর খবর পাওয়ার সাথে সাথে সোসাইটির কর্মকর্তা ও সদস্যদের ঐক্যমতের ভিত্তিতে এ সহযোগিতায় এগিয়ে আসে। ইনশাআল্লাহ, সোসাইটির পক্ষ থেকে সমাজের অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়। এ ধারা অব্যহত থাকবে।

এসময় কন্যা দায়গ্রস্ত ভাই জানান, আমাদের পরিবারে সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির চট্টগ্রাম যে আর্থিক সহায়তা প্রদান করেন তার জন্য তাদেরকে ধন্যবাদ।