বাড়ির কাছে ছোট একটি চা দোকান ছিল ইমাম উদ্দিনের। কোনো রকমে টেনেটুনে সংসার চালিয়ে স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে সুখেই দিন কাটছিল তার। হঠাৎ সুখের সংসারে নেমে এলো কালো মেঘ। ৩ মাস আগে পরিবারের একমাত্র উপার্জনক্রম ব্যক্তি ইমামের ধরা পড়ে লিভার ক্যান্সার। শুরু হয় চিকিৎসা। চিকিৎসা করাতে গিয়ে অস্বচ্ছল পরিবারের সামান্য জমানো টাকা শেষ হয়ে গিয়েছে। স্ত্রীসহ পরিবারের চার সদস্যের সংসারের খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আমিরিয়া পাড়ার গ্রামের বাসিন্দা ৪০ বছর বয়সী ইমামের। ইমামের পরিবারের সাথে কথা বলে জানা গেছে, তিন মাস আগে ঢাকার বিআরবি হাসপাতালের রোগ নির্ণয় কেন্দ্রে ইমামের ব্লাড ক্যান্সার ধরা পড়ে। পরে চট্টগ্রামের এক বিশেষজ্ঞের চিকিৎসককে দেখান। চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসা নেয়ার জন্য ভারতে যাওয়ার পরামর্শ দেন। অসুস্থ ইমাম বলেন,” শারীরিক অবস্থা তেমন ভালো নেই। চিকিৎসকরা বলেছেন, জরুরীভাবে অপারেশন করতে হবে। প্রচুর টাকার প্রয়োজন। অপারেশন করানো তো দূরের কথা, পরিবারের খরচও চলছেনা। বাড়ির পাশে ছোট চা দোকান ছিল। সেটিও বন্ধ। কি করবো এখন কিছুই বুঝতে পারছিনা।” স্ত্রীর আকুতি, স্বামীকে বাঁচাতে হবে। প্রয়োজন সবার আর্থিক সহযোগিতা। একই এলাকার বাসিন্দা শিক্ষক এম মোরশেদ আলম বলেন,” সকলে মিলে সহায়তা করলে একটি নিঃস্ব পরিবারের মাঝে আবার আশার আলো সঞ্চারিত হবে, দুই সন্তান ফিরে পাবে তাদের প্রিয় বাবাকে, অসহায় একজন নারী ফিরে পাবে তার জীবন সঙ্গীকে। প্রয়োজন সবার আর্থিক সহযোগিতা।” চিকিৎসা সহায়তায় যোগাযোগ করতে পারেন- বিকাশ পারসোনাল -০১৮৭৬- ৬৪০২৩০, মো. আবদুল্লাহ,সঞ্চয়ী হিসাব নং- ২০৫০৪২২০২০০০৩৭০০৬,ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, রাঙ্গুনিয়া শাখা, চট্টগ্রাম।